ঢাকা শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

পোলট্রি খামারে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। ইতোমধ্যে প্রাণঘাতি এই ভাইরাসটিতে হাজার হাজার পোলট্রি মুরগি মারা গেছে। এ অবস্থায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। বার্ড ফ্লুর সবচেয়ে প্রাণঘাতি ঢেউ এইচ৫এন১ শনাক্ত হওয়ায় খামারিরা দিশাহারা হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হচ্ছেন মুরগি নিধনে।

গত কয়েক বছরে বার্ড ফ্লুতে শত শত কোটি পোলট্রির মৃত্যু হওয়ায় সরবরাহ ব্যবস্থা যেমন ব্যাহত হয়েছে, তেমনি খাদ্যদ্রব্যের দামও বেড়েছে। এ অবস্থায় নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে প্রাণঘাতি এ সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বেলজিয়াম সরকার। বিশেষ করে বার্ড ফ্লুতে আক্রান্ত পোলট্রিকে ঘরেই আবদ্ধ করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ফ্রান্সও বেলজিয়ামের মতো একই পদক্ষেপ নিয়েছে।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা ডব্লিউওএএইচ জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এ সপ্তাহে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়। এতে ৩১৯টি টার্কির মৃত্যু হয় এবং আরও ৬৭ হাজার ১১০টি পাখি নিধন করা হয়।
এছাড়া স্লোভাকিয়াতেও একটি পোলট্রি খামারে বার্ড ফ্লুর নতুন প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। পাশাপাশি নেদারল্যান্ডসের মধ্য-পূর্বাঞ্চলে একটি পোলট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *