ঢাকা শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

আসন্ন কাতার বিশ্বকাপের জন্য ২১ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে। বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দুজন ‘ইউরোপিবে’ পুরস্কারজয়ী তরুণ ফুটবলার। চমক হিসেবে বাদ পড়েছেন তিন আলোচিত ফুটবলার।

ঘোষিত দলে সুযোগ পাওয়া ফুটবলারদের মধ্যে আলাদা করে নজর কেড়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক জোসে কাস্তেলাউ এবং জার্মানির বরুশিয়া মোনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড কান আরমান্দো গুনার।

গুনার জার্মানিতে জন্ম নেওয়া হলেও মায়ের নাগরিকত্বের কারণে আর্জেন্টিনার জার্সিতে খেলছেন। দলের বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ের আর্জেন্টাইন ফুটবল পেশাদার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের মধ্যে রয়েছে স্ট্রাইকার থমাস ডে মার্টিস, গোমেজ ম্যাটার এবং গ্যাস্টন বুহেইর। এ ছাড়া দলে রয়েছেন মাটিয়াস সাতাস যিনি সম্প্রতি সেরা ৬০ তরুণ প্রতিভার তালিকায় জায়গা পেয়েছেন। দলের অন্যতম চমক ছিল জুয়ান ক্রুজ মেজা, অ্যালেক্স ভেরোনোর মতো ফুটবলারের দলে জায়গা না পাওয়া।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দল: গোলরক্ষক-জোসে কাস্তেলাউ, জুয়ান ম্যানুয়েল সেন্টুরিয়ন, ভালেন্টিন রেইগিয়া; রক্ষণভাগ-ফেরনান্দো ক্লোস্টার, থিয়াগো ইয়ানেজ, সিমন এসকোবার, মাটিয়াস সাতাস, মাতেও মার্টিনেজ, সান্তিয়াগো সিলভেরা, সায়েল সালাজার; মিডফিল্ডার-আলেহান্দ্রো টেলো, সান্তিয়াগো এস্পিন্ডোলা, ফেলিপে পুজল, জেরোনিমো গোমেজ ম্যাটার, রামিরো তুলিয়ান, উরিয়েল ওজেদা; ফরোয়ার্ড- কান আরমান্দো গুনার, ফেলিপে এসকিভেল, থমাস ডে মার্টিস, ফ্যাকুন্ডো জাইনিকোস্কি, গ্যাস্টন বুহেইর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *