ঢাকা শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশ বেড়েছে।

রাশিয়ার প্রধান তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

ইউক্রেন যুদ্ধ অবসানে ‘শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয়’ বুধবার (২২ অক্টোবর) এমন সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ব্রেন্ট ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৫ দশমিক ৯৮ ডলার। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিইটিআই) ক্রুড ফিউচারের প্রতি ব্যারেলের দাম ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৬১ দশমিক ৮১ ডলার।

সাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারতের মতো রুশ তেলের বড় ক্রেতাদের বিকল্প সরবরাহকারী খোঁজতে হবে। এটি না হলে তারা পশ্চিমা ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন হতে পারে।’

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেনে, রাশিয়ার প্রধান অর্থকরী জ্বালানি খাতকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। উদ্দেশ্য হলো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ক্রেমলিনের রাজস্ব সংগ্রহের সক্ষমতা হ্রাস করা।

একই সঙ্গে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন স্কট বেসেন্ট। বলেছেন, ‘এখনই হত্যাকাণ্ড বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরেকটি যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত।’

গত সপ্তাহে যুক্তরাজ্য রোসনেফট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞার প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে রাশিয়া থেকে এলএনজি আমদানি নিষিদ্ধও অন্তর্ভুক্ত আছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *