ঢাকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

হোয়াটসঅ্যাপে কল করে নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে।

শিমুলের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম কোয়েলের জামিন বিষয়ে পুলিশ বা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করতে জেলারকে দেওয়া নির্দেশনা না মানায় এ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জেলার শেখ রাসেল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নাটোর থানায় জিডি করেন জেলার শেখ রাসেল। এর আগে বৃহস্পতিবার দুপুরে হোয়াটসঅ্যাপে ফোন করে জেলারকে হুমকি দেন শিমুল।

জেলার রাসেল অভিযোগে বলেন, গত ৫ আগস্টের আগে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও হত্যা মামলায় কুষ্টিয়া দিয়ে ভারতে অনুপ্রবেশকালে গ্রেপ্তার হন কোয়েল নামে শিমুলের এক কর্মী। সম্প্রতি নাটোরের সব কয়টি মামলায় আদালত থেকে জামিন পান কোয়েল।
তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে নাটোর আদালতের জামিনের কাগজ পুলিশ বা গোয়েন্দা সংস্থার কাউকে না জানিয়ে কুষ্টিয়া কারাগারে পাঠানোর জন্য অজ্ঞাতস্থান থেকে ইন্টারনেট কলে জেলারকে নির্দেশ দেন শিমুল। তার এ নির্দেশের পরও কুষ্টিয়া কারাফটকে কোয়েলকে বৃহস্পতিবার দুপুরে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ। এতে ক্ষুব্ধ শিমুল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হোয়াটসঅ্যাপে ফোন করে জেলারকে হুমকি দেন।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন জেলার শেখ মো. রাসেল।

জিডিটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা কালবেলাকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *