ঢাকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেছেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। প্রশাসন থেকে বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা থেকে গণমাধ্যম— সবকিছু অনেকটা অগোছালো। স্বৈরাচারী সরকার জনগণের ভোটাধিকার ও স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণ করেছে।

তিনি বলেন, এ অবস্থায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি কেবল একটি দলীয় প্রস্তাব নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সাভার সিটি সেন্টার এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

রাশেদুল আহসান রাশেদ বলেন, রাষ্ট্র কাঠামো মেরামত মানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং জনগণের কণ্ঠস্বরকে ফিরিয়ে আনা। বিএনপি বিশ্বাস করে— গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এ দেশকে মুক্ত করা সম্ভব। তারেক রহমানের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়বে— যেখানে থাকবে জবাবদিহি, ন্যায়বিচার ও প্রকৃত জনগণের শাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *